Md. Ariful Islam
Neonatologist and Pediatrician
BMDC: A-76963
নবজাতক বা শিশুদের যেকোনো জটিল শারীরিক সমস্যায় Neonatologist এবং Pediatrician Specialist এর শরণাপন্ন হওয়া প্রয়োজন। জন্মের পর প্রিম্যাচিউর বেবি, কম ওজনের শিশু, শ্বাসকষ্ট, ইনফেকশন, খাওয়াতে সমস্যা বা জন্মগত জটিলতা থাকলে দ্রুত নবজাতক বিশেষজ্ঞের পরামর্শ জরুরি। একইভাবে, শিশুদের বৃদ্ধি ও বিকাশে সমস্যা, বারবার জ্বর বা সংক্রমণ, নিউমোনিয়া, অ্যাজমা, এলার্জি, খাওয়ার অনীহা, আচরণগত বা ঘুমের সমস্যা, টিকা সংক্রান্ত বিষয় এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এতে শিশুর সঠিক চিকিৎসা ও সুস্থ বিকাশ নিশ্চিত হয়।